এ কথা সত্য, যিনি তাওবা করেছেন তার অবস্থানটি খুবই কঠিন ও নাজুক। বাজে বন্ধুরা তাকে হুমকি দিয়ে বলে, তোমার খারাপ কাজগুলো আমরা রেকর্ড করে রেখেছি, তোমার আপত্তিকর ছবিও আমাদের কাছে সুরক্ষিত আছে। তুমি যদি আমাদের সঙ্গে না আসো, না থাকো, তাহলে তোমার ব্যাপারটা আমরা সবখানে ছড়িয়ে দেবো, ভাইরাল করে দেবো, সমাজ ও পরিবারের কাছে তোমার আদ্যোপান্ত ফাঁস করে দেবো!
প্রিয় তাওবাকারী ভাই! শয়তান ও তার বন্ধুরা যুদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে, যারা তাওবা করেছে। শয়তানের দোষররা যুদ্ধ ঘোষণা করে সেসব গায়ক-গায়িকা এবং নায়িকাদের বিরুদ্ধে; যারা তাওবা করে মহান আল্লাহর নিকট ফিরে আসতে চায়! মানুষরূপী শয়তানগুলো তাদের বাজে ও অনৈতিক পণ্যগুলো বাজারজাত করেছে তাদের ওপর চাপপ্রয়োগ এবং তাদের ভেতরকার মানসিক দ্বন্দ্ব তৈরি করতে। কিন্তু আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন, তিনি আছেন তাওবাকারীদের সঙ্গে । তিনি তাদের ভালোবাসেন, পছন্দ করেন।
কারণ, তিনি মুমিনদের অভিভাবক। তিনি তাদের লাঞ্ছিত করবেন না এবং অসহায়ভাবে ছেড়েও দেবেন না। তাঁর কাছে কোনো বান্দা আশ্রয় নেওয়ার পর তিনি তাকে অপমানিত করেন না। আপনি জেনে রাখুন, নিশ্চয় কঠিন পরিস্থিতির পর সবকিছু সহজ হয়ে আসে আর সংকীর্ণতার পর আসে এক প্রশান্তিময় প্রশস্ততা।
Reviews
There are no reviews yet.