অনুবাদ: জিয়াউর রহমান মুনসি
সীরাতুন নবি ﷺ ১ম খন্ড
ইসলামের কোনও বিষয় বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে চাইলে , সংশ্লিষ্ট বিষয়টির বিশুদ্ধ দলিল-প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত হওয়া জুরুরি। এ গ্রন্থের সবচেয়ে বড় বিশেষত্ব হলো- এখানে কেবল বিশুদ্ধ বর্ণনাকে স্থান দেয়া হয়েছে ; এ গ্রন্থকে দূর্বল ও জাল হাদীছ থেকে দূরে রাখা হয়েছে। ঘটনা-পরম্পরাকে সংযুক্ত রেখে একটি পূর্ণাঙ্গ ঐতিহাসিক চিত্র তুলে ধরার খাতিরে ইতিহাসবিদ ও সীরাতকারগণ কিছুটা দূর্বল ও বিচ্ছিন্ন বর্ণনাসমূহকে উল্লেখ করে থাকেন। পক্ষান্তরে, মুহাদ্দিসগন অনুসরণ করেন সমালোচনা নীতির- যার মাধ্যমে বিশুদ্ধ বর্ণনাকে অশুদ্ধ বর্ণনা থেকে আলাদা করে ফেলা হয়; তাতে ঐতিহাসিক চিত্র খণ্ডিত হোক, আর বিশুদ্ধ অংশ অসম্পূর্ণ থাকুক তাতে কিছু যায় আসেনা। এইখানে লেখক অতীত ইতিহাসের সাথে মিল রেখে পর্যায়ক্রমে বিশুদ্ধ হাদিস দ্বারা সীরাতটিকে সাজিয়েছেন। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা রাসূল ﷺ-এর সীরাতকে বিশুদ্ধভাবে জানতে চান, যেখানে কোন জাল যয়ীফ হাদীছ থাকবেনা। তাদের জন্য নিসন্দেহে সীরাতটি একটি উত্তম প্লাটফর্ম রসূল ﷺ এর সীরাত কেন্দ্রিক সকল বিশুদ্ধ হাদীছ একত্রে পাওয়ার।
Reviews
There are no reviews yet.