অনুবাদ: সাইফুল্লাহ আল মাহমুদ
একদিন স্বল্পকালীন এই জীবনের সমাপ্তি শেষ হয়ে শুরু হবে ওপারের জীবন৷ বুকের মাঝে লালিত স্বপ্নগুলো পূর্ণতা পাবে ঠিক সেদিন, যেদিন মুমিনরা জান্নাতে পা রাখবে৷ অব্যক্ত দুঃখগুলো সব উঁবে যাবে জান্নাতের নিলুয়া বাতাসে৷ অশ্রুসিক্ত নিনাদগুলো পূর্ণতা পাবে, জান্নাতের মৃদুমন্ধ বাতাসের প্রথম স্পর্শে৷ জান্নাতে মন ভাঙার কোনো গল্প নেই৷ জান্নাতে কখনো কারো মন খারাপ হবে না৷ সেখানে না পাওয়ার কোনো দুঃখ নেই৷ আবার পেয়েও হারানোর কোনো কষ্ট নেই৷ সেখানে থাকবে না কোনো পিছু টান৷ থাকবে না কোনো বারণ৷ থাকবে শুধু সুখ আর সুখ৷ যে সুখে মুমিনরা হাবুডুবু খাবে জনম জনম৷
Reviews
There are no reviews yet.