জীবন আমাদের শেখায়, পরতে পরতে জমিয়ে রাখে নানান শেখার উপকরণ। আমরা জীবনকে উপলব্ধি করতে চাই, এর ভাঁজে ভাঁজে গচ্ছিত জ্ঞানকে ধারণ করতে চাই। কেননা, জীবনের উপলব্ধিই পারে আমাদেরকে সফল হওয়ার পথে এগিয়ে নিতে।
জীবনের পাঠ আমাদের পথ দেখায়, আঁকাবাঁকা পথে এগিয়ে যাওয়ার কৌশল শেখায়, নিজেকে আত্মপ্রত্যয়ী করে, হাজারো বাধা ডিঙাতে সহযোগিতা করে, এভাবেই জীবনের উপলব্ধি আমাদের জীবনকে করে রঙিন, রাঙায় ভবিষ্যৎ।
Reviews
There are no reviews yet.